Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) মিশন ও ভিশন

ভিশনঃ শতভাগ মানসম্পন্ন বীজ।

মিশনঃ উচ্চ গুনাগুন সম্পন্ন ও প্রতিকুলতা সহিষ্ণু জাতের মানসম্পন্ন বীজ উৎপাদন ও বিতরনে উৎপাদনকারীদের প্রত্যয়ন সেবা প্রদান এবং মার্কেট মনিটরিং কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে বীজের মান নিশ্চিতকরণ।

   খ) নাগরিক সেবা

  • আবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রত্যয়ন বর্হিভূত বীজ নমূনা সংগ্রহ, পরীক্ষা ও ফলাফল প্রদান।
  • সম্পাদিত বার্ষিক কার্যাবলীর প্রতিবেদন  বিনা মূল্যে বিতরণ।

    গ) দাপ্তরিক সেবা

  • ঘোষিত ফসলের মাঠ প্রত্যয়ন।
  • প্রত্যয়নের আওতাধীন বীজ নমূনা সংগ্রহ, পরীক্ষা ও ফলাফল প্রদান।
  • ট্যাগের চাহিদা প্রাপ্তি সাপেক্ষে প্রত্যয়ন ট্যাগ সরবরাহ।
  • বীজ ডিলার ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান।